মেঘ চোঁয়ানো আলো এলো, দেখতে জানো রাজকন্যে ?
বন্ধ চোখেই হবে দেখা। কই, যাবে না ?
অন্ধকারে চলতে গিয়ে  .....সই পাবে না, সই পাবে না।


তোমার বাড়ির উঁচু সিঁড়ি, নামতে জানো রাজকন্যে ?
কয়েক ধাপের পরেই কিন্তু মই পাবে না।
নামার পথে দ্বিধা অনেক .....সই পাবে না, সই পাবে না।


জলে নেমে ডুব দিয়েছো, সাঁতার জানো রাজকন্যে ?
আর দুই পা গেলেই কিন্তু থৈ পাবে না।
অতল জলের অন্য নিয়ম  .....সই পাবে না, সই পাবে না।


মন পলাশের উদাস ভাষা, পড়তে জানো রাজকন্যে ?
এমন ভাষা শেখার জন্য বই পাবে না।
এই বসন্তে অশান্ত মন  .....সই পাবে না, সই পাবে না।



________________________________


Won't find a companion


The light filtered by the clouds arrive, do you see, O princess?
With eyes closed, a meeting awaits, would you go?
Venturing into darkness... won't find a companion, won't find.


The lofty lattice of your abode, do you discern, O princess?
Yet, within a few strides, it would elude your grasp.
Doubts aplenty on the path of submission... won't find a companion, won't find.


You've submerged in water, can you swim, O princess?
But within a couple of steps further, won't find a foothold.
Different rules in the abyssal waters...won't find a companion, won't find.


The language of heart's melancholy, do you read, O princess?
No books to decipher such a language...
In this spring with a restive mind... won't find a companion, won't find.