আজ সকালে ঘুম থেকে উঠেই
বুঝি বৃষ্টি হয়েছে কোথাও কাছে পিঠেই।


আকাশের মুখ হাঁড়ি
একলা সকাল, সময়ের কাড়াকাড়ি ।
অতি ব্যস্ত শহরের ছুটোছুটি
স্কুলের পথে বালকের, বালিকার খুনসুটি ।


ট্রামে বাসে ভিড় , অফিস যাবার তাড়া
রঘুনাথ বাবু হাত দেখালেন, ট্যাক্সি দিলো না সাড়া।
বাসন মাজায় দেরি হলেই বৌদির মুখ ভার
মোতির মা খুব দ্রুত হাঁটে, দেরি হয়ে গেছে তার।



বৃষ্টি নামলো। বিদ্যুৎ চমকায় , ধমকায়।
ঝাপসা হয়ে এলো চারিদিক , ধূসর আঁধার ছায়।
দ্রুতলয়ে ছুটতে থাকা শহর হঠাৎ গেলো থেমে
ছন্দপতন, অফিস যাত্রী রাস্তায় এলো নেমে।


বালক বালিকা স্কুলে গিয়ে শোনে ছুটি হয়ে গেছে আজ
রঘুনাথ বাবু ফিরে এলেন , হলোনা কোনো কাজ।
মাইনে কাটা যাবে ভেবে আর গেলোনা মোতির মা


সব থেমে গেছে।  তুমি কি আজ অসুস্থ , অরুণিমা ?