তোমার আঙুলগুলি
ছন্দে ছন্দে ওঠে, নামে।  
খাঁচায় বদ্ধ এক পাখি
অবিরত ডানা ঝাপটায়
মুক্তি কামনায়।


সুউচ্চ ভাললাগার সেতু
মূল রাস্তা ছেড়ে উড়ানপথ।
তোমার আঙুলে দ্রুতলয়ে
আগল খোলার ঝংকার।
মুক্ত পাখি ডানা মেলে ওড়ে।


নতুন শহরের মাটি
তোমার আঙুল ছুঁয়ে
ধারণ করে সাদা রুমাল।
আবার গোলাপের
অপেক্ষা দীর্ঘতর হয়।