বিচ্ছিন্নভাবে দেখলে সব রটনার
ভোর থেকে রাত্রির সব ঘটনার
যোগাযোগ নেই কোনো,
পরিকল্পনাও নেই যেন।

সূর্য ওঠা , পাখি ডাকা ভোরে
ফুল ফোটা থেকে শুরু করে,
সারারাত ধরে ভিজিয়ে আকাশ,
তারাদের ফিসফাস ,
চাঁদের পরিক্রমা , তৃপ্ত অনুপ্রাস।


তোমাকে দেখলে মনে হয়
সবকিছু যেন জুড়ে আছে কোথায়।  
আপাত বিচ্ছিন্নতায় , নীরবতায়।


সূর্যের আলো আসে জাগাতে তোমায়
পাখি ডাকে শোনাতে গান অনুজ্ঞায়।
ফুল ফোটে , অলক্তরাগ হাসি
তারাদের কানাকানি , কে ওই রূপসী ?
চাঁদের পরিক্রমা তোমাকেই ঘিরে
পৃথিবী তো লক্ষ্য নয়, স্বপ্নসিন্ধু তীরে।