তোমাকে বলছি , খুব সরাসরি।
এবার তো বোঝো , কেন দরকারী।
চোখে ঠুলি পরে , কান চাপা দিয়ে
আর তো চলেনা , অভয় দেখিয়ে।


তোমাকে বলছি , ওহে সুন্দরী
প্রেম প্রলোভনে, সেজেছো নাগরী।


তোমাকে বলছি , দেবতা পূজারী
নিবেদন নিয়ে করো জোরাজুরি।  


তোমাকে বলছি , ওহে পথচারী
দূষণ ছড়িয়ে ভাবো , কারে ডরি।


তোমাকে বলছি , পণ্য ব্যাপারী
ভেজাল মিশিয়ে, করছো যে চুরি।


তোমাকে বলছি , ভোটের ভিখারী  
সবকিছু নিয়ে , করো 'দাদাগিরি'।


তোমাকে বলছি , বাবু-সরকারী
ঘুষ খাওয়াটা কি, এতই জরুরি ?


তোমাকে বলছি , খুব সরাসরি।
এবার তো বোঝো , কেন দরকারী।  


মানবিক বোধ  , এতোই কি ভারী ?
চেতনা জাগুক , আলোর দিশারী।