রোজ সকালে তোমায় আবার নতুন কিছু দিতে
ঘুম ভাঙিয়ে ডাকবো সুরে, রবীন্দ্রসংগীতে।  


সূক্ষ্ম কোমল শব্দে আঁকা ছবি।
হতেও পারি হঠাৎ জাগা কবি।


শব্দ ছবি, ছবির শব্দ তোমার কাছেই যাক।
আর কিছু নয়, শুধু আমার স্পর্শটুকু থাক।