একা ছিলাম
বিষন্নতায় অর্থহীন দিন,
নির্ঘুম রাত স্বপ্ন বিহীন।
প্রহর প্রবাহে শুনি মৃদু ঘন্টাধ্বনি,  
ধূসর অধরে ছিল অনুক্ত কাহিনী।


তুমি এলে
বৃষ্টি শেষে শরতের আকাশ
কর্ম ক্লান্তি ভুলে হঠাৎ অবকাশ।
অতিদূর অরণ্যের আসে আওহ্বান,
দখিনা বাতাস বয়, অনিরুদ্ধ প্রাণ।


তুমি আছো
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদীতে ভরা বান সারা দুপুর।
বানের জলে ভাসে নিঝুম ঝরা পাতা
নবাঙ্কুরে মিলে থাকে নতুন বারতা ।


তুমি থাকবে ?
প্রশ্ন পড়ে থাকে আসেপাশে
হলুদ থমকে থামে সকালের ঘাসে।
অঙ্গীকারহীন প্রেম দেয়ালের ফ্রেমে
অনিমেষ চেয়ে থাকে বিছানায় নেমে।