কাল রাতে -
লেজ ঝোলা পাখিটিও উড়ে গেছে।
দিয়ে যেও -
আরও কিছু কষ্ট কি বাকি আছে ?


বেলা শেষে -
ভালোবাসা এসেছিলো মেঘ হয়ে।  
কথা ছিলো -
ভিজে যাবো বৃষ্টিতে, বিস্ময়ে !


বান ভাসি -
আধ খানা চাঁদ জলে ডুবে গেলে।
চেয়ে দেখি -
পায়ে পায়ে এতো দূর চলে এলে।


পাশে বসে -
ছোঁয়া যায় ? হাতে যদি হাত রাখে ?
পাখি বলে -
নিয়ে যাও, নিয়ে যাও বালিকাকে।