কল্পনায় ছিল তারা , রঙিন গালিচা ঢাকা পাহাড়ি উপত্যকার মতো।
দূর থেকে চা-বাগান যেমন সুসজ্জিত সবুজের রেখা।
মরুবালি থেকে যেমন তৃষ্ণার্তের মরুদ্যান দেখা।
আল্পনায় ছিল আঁকা , কুমারীর আবেশ , আবেগ সম্মত।


করুণ কপোত জুটি , নেমে এলো শুধু নীল দূরাকাশ থেকে।
শুভ্রবেশ পরীদের মতো সুনিবিড় স্বপ্ন অনুরাগে।
নিশান্তের চন্দ্র যেন , দিনের প্রভার কাছে জাগে।
মর্মর কবিতা দুটি , জেগে থাকে অধীর বিশ্ব মেখে।