সবে যখন লিখতে শিখি
সেলেট ,খাতা
বইয়ের পাতা
চুনের দেয়াল
কাঠের পাটা
ঠোঙার কাগজ
খাটিয়ে মগজ , ভরিয়ে রাখি।


ঘাস ফড়িংয়ের স্বচ্ছ ডানা
খাটের পায়া
তবলা বাঁয়া
মাঠের বালি
ভুসোর কালি
গায়ের জামা
নেইকো থামা , নেইকো মানা।


চার দেয়ালের বদ্ধ ঘরে
দুপুর বেলা
লেখার খেলা
হাতের কালি
শুকায় খালি
ভেজাই জলে
খেলার ছলে, খেলাই করে।


আকাশখানা সুনীল খাতা
পাখির ফোঁটা
ধুঁয়োর জটা
মেঘের লেখা
আলোর রেখা
রঙ ধরেছে
মন ভরেছে, আকাশ পাতা।