জ্যৈষ্ঠের সকাল।  

শহরের রাস্তার কোণে মানুষে কুকুরে
ছায়ার ভাগিদার হয়ে সহাবস্থান করে।
বুভুক্ষাও ভাগ হয়, তাই সমাদরে
ভাগ হয় রুটির কণা।
আর নিম্নবিত্ত করুণা
বাঁচিয়ে রাখে অভুক্ত প্রাণীটিকে।


জ্যৈষ্ঠের বিকেল।


শহরের বিপনী বাজারে যুবক যুবতী
বৈকল্পিক বান্ধব সাথে কোন রূপবতী।
প্রেম বিভাজিত হলে তার নেই কোনো ক্ষতি।
ভাগ হয় কামনা বাসনা।
আর মধ্যবিত্ত প্রতারণা
বাঁচিয়ে রাখে সমাজ সম্বন্ধটিকে।


জ্যৈষ্ঠের রাত্রি।


বহুতল বাড়ির শয়নকক্ষে নর নারী
প্রাত্যহিক অভ্যাসবশে অ-দরকারী
শরীর খুঁড়ে ঘুমায়। তারপর ব্যস্ত পামরি।
ভাগ হয় শরীর যাতনা।
আর অতৃপ্ত কল্পনা
বাঁচিয়ে রাখে বৈবাহিক সম্পর্কটিকে।