স্বর্গের বাগানে পারিজাতের সঙ্গে ফুটেছিলে।
কুঁড়ি হয়ে, বুকে নিয়ে মায়াবী বসন্তের কলি।
বাধ্য ঘুমে আচ্ছন্ন নিদাগ নিষ্পাপ গোলাপ।


প্রথম ঘুম ভাঙার রাতে, কৌতূহলে ভেসে
অনুচ্চারে শুধিয়েছিলে প্রশ্ন ছিল যত।
বিধি নিষেধ শাসন এলো উত্তরের বেশে।


পাপড়ি মেলে , হেসে খেলে রঙ  ছড়ালে যেই
পোকা মাকড় এসেছিলো , বসেছিল সাথে।
মাংস লোভী শকুন এসে ঠুকরে দিলো তাতে।


তবু গোলাপ রেখেছিলে গভীর গোপন আশা
আগামীতে কোনো দিনে , কোনো পথিক আনমনে
মাতাল গন্ধে আমোদিত , বুঝবে তোমার ভাষা।