তারপর, তার সাথে, তার কাছে।
তারপর, আরো কত কথা আছে।


তারপর   ..............
যে প্রিয় নারীর চোখে
পরিযায়ী বলাকার পালক
শীতল সবুজ বাতাসে দোল খায়,
তার সলাজ চাহনির জন্য
আমি সমুদ্র পেরিয়েছি বার বার।


তারপর  ...............
যে প্রিয় নারীর বুকে
অসমাপ্ত কবিতার শব্দ
রঙিন ঘুড়ির মতো আকাশে ওড়ে,
তার এক চিলতে হাসির জন্য
আমি জনারণ্যে হারিয়েছি বার বার।


তারপর  ...............
যে প্রিয় নারীর মুখে
সূক্ষ্ম কোমল শব্দ ছবি
রোদ মাখা মেঘেদের মতো চমকায়,
তার কবোষ্ণ ছোঁয়ার জন্য
আমি সাজানো ঘর ছেড়েছি বার বার।


তারপর অভিযোগে, অজুহাতে
তারপর অনুযোগে, অভিঘাতে
তারপর, তারপর, তারপর  ....?