এই মেয়েটা !
আয় না, তোকে আয়না দেখাই।


দেখতে পাবি ভোমরা কালো চোখের মাঝে
সবুজ ঘাসে হীরের কণা।
চোখ সরে না, চোখ সরে না।


দেখতে পাবি ঝর্ণা ধারা কোঁকড়া চুলে
বর্ষা মেঘের সর্ষে দানা।
জল পড়ে না, পাতা নড়ে না।


দেখতে পাবি ঝুমকো লতা কানের দুলে
দুলছে নাচের ছন্দ, চেনা।
তা ধিন ধিনা, তা ধিন ধিনা।


দেখতে পাবি প্রজাপতি ঠোঁটের কোণে
মুক্তো হাসির এক বেদনা।  
কেউ বোঝে না, কেউ বোঝে না।


*****


এই মেয়েটা !
আয় না, তোকে আয়না দেখাই।


দেখতে পাবি এক গলা জল অভিমানে
চোখের জলের সে আল্পনা।
মন মানে না, মন মানে না।


দেখতে পাবি অতল কালো দুঃখ রাতে
হায়না মুখের আনাগোনা।
ঘুম আসে না, ঘুম আসে না।


দেখতে পাবি ঘর পুড়েছে অন্ধকারে
বাঁধন ছেঁড়ার আবর্জনা।
ভুল ভাঙে না, ভুল ভাঙে না।


*****


এই মেয়েটা !
আয় না, তোকে আয়না দেখাই।


দেখতে পাবি কেউ তো আছে বুকের মাঝে
ভালোবাসার এক ঠিকানা।
খুব কাছে না, খুব দূরে না।


আয় না, তোকে আয়না দেখাই।