দ্বিপ্রাহরিক শুভেচ্ছা বার্তায় কি ছিলো, কে জানে !
ইচ্ছে-ঘুড়ির সকাল দুপুর সন্ধ্যা,
বার্তা-পাখির প্রলাপ অথবা বন্ধ্যা -
বসন্ত এসে বোঝালো এবার, হলুদ ফুলের কি মানে।


দ্বিপ্রাহরিক শুভেচ্ছা বার্তায় কি ছিলো, কে জানে !
শান্ত পুকুরে প্রবল ঢেউয়ের শব্দ
সাগর পেরিয়ে এগিয়ে এলেও, স্তব্ধ -
গভীর ভাঙ্গন শুনেছি। শুনেছি সে গান, বিহানে।  


দ্বিপ্রাহরিক শুভেচ্ছা বার্তায় কি ছিলো, কে জানে !