নিতান্ত জৈবিক রসে সবুজ,
ধূসর গাছের ডাল, জোড়া পাতায়
জড়িয়ে থাকি নিবিষ্ট দুচোখে।  
তোমার হাসনুহানা ঠোঁট ।
ধরা দেবে রূপ, নিশান্তের প্রথম সূর্যালোকে।  


দূরে দূরে থেকেও উত্তাপ,
ম্লান আলো এসে পৌঁছায় ।
বেঁচে থাকি প্রচ্ছন্ন আশ্লেষে।
নিষুপ্ত পাথরচাপা ক্লোরোফিল,
দেখা হবে দিনান্তের সালোকসংশ্লেষে।