চোখ বন্ধ করলেই
কালো, লাল আর হলুদ রঙের সংমিশ্রনে
চোখে তোমার সহাস্য মুখ ভাসে , অরুণিমা।


কখনো কাকতাড়ুয়া , সর্ষেক্ষেতে।
কখনো দিকবালিকা , ঝঞ্ঝা রাতে।
কখনো বাউল মেয়ে , ভীড়ের মাঝে।
কখনো ফুল কুড়ানি , অবাক সাজে।


চোখ বন্ধ করলেই
অনুরাগ, অভিমান আর শাসনের বাঁধনে
তোমার কথা কানে আসে , অরুণিমা।


কখনো গম্ভীর মুখ , অকারণেই।
কখনো হঠাৎ রাগা , সব বারণেই।
কখনো বোঝার ভুলে , মিথ্যে হলো।
কখনো নিরুচ্চারে , গল্প ছিল।


চোখ বন্ধ করলেই
পাহাড় , উপত্যকা আর ঝর্ণার মাতনে
তোমার শরীরের গন্ধ ভেসে আসে , অরুণিমা।


কখনো পায়রা ওড়ে , পূব আকাশে।  
কখনো হঠাৎ হাসি , অবিশ্বাসে।
কখনো সলাজ চোখে , ও রূপ দেখা।
কখনো গোলাপ গন্ধে , বহ্নিশিখা।