বুঝলে দাদা , আমার না এই খেয়ালটা খুব কম।
যেমন ধরো , চশমা গুঁজে নাকের ওপর
'কোথায় গেলো' ভাবতে থাকি, খুঁজতে থাকি অষ্ট -প্রহর।
কিংবা ধরো, টাকাযন্ত্রে কার্ড ঢুকিয়ে, গেলাম ভুলে  
টাকা নিয়ে , খুশি মনে  এলাম চলে।


বুঝলে দাদা , আমি না ঠিক 'বলতে' পারি নাকো।
যেমন ধরো , হতচ্ছাড়া কাজের লোকে
কাজ না করে পালিয়ে যায় , বলার ফাঁকে।
কিংবা ধরো , রূপসাগরে সাঁতার কাটি
কিন্তু সেটা বলার বেলায়, উল্টো হাঁটি।


বুঝলে দাদা , যত্ন করা হয়না আমার।
যেমন ধরো, প্রিয়জনে কোথায় গেলো , ফিরবে কখন
এসব কথা শুধাইনাকো , ভাবি বসে 'কি প্রয়োজন !'
কিংবা ধরো , প্রবাসী সে , সকাল থেকে একা ঘরে
'আছে কেমন ? ' এমন কথা এলেও আসে, চুপিসারে।


বুঝলে দাদা , আবেগ আমার বদ্ধ কারায়।
যেমন ধরো , দুরদেশেতে কল্পনাতে ইচ্ছেডানা
পারিনা আর মেলতে সেটা , কেবল ভাবি 'ভাবতে মানা। '
কিংবা ধরো , জীবনসাঁঝে , কেউ এসেছে প্রদীপ নিয়ে
হাতছানিতে কাঁপছে শিখা, বলিনি তাও 'ভালোবাসি' তিরতিরিয়ে।