এক আশ্চর্য কবিতার নারী, আলগোছে
আমাকে হিরণ্ময় সুখ দিয়ে গেছে।

পঞ্চদশী চাঁদ যেখানে নামে গন্ধেশ্বরী বালুকাবেলায়  
সেইখানে এসে দেখা দিয়েছিলো সন্ধ্যাবেলায়।

হৈমন্তিক সুরাপাত্রে একরাশ জোনাকি জ্বেলে,
কবিতার মতো সুমিষ্ট হেমলক ঢেলে
বলেছিলো, এবার পরকীয়া অবসর
রাত্রি দ্বিপ্রহরে সাজাও অখণ্ড বাসর।