অলস সময় দাঁড়িয়ে থমকে
  ভাল্না লাগার ভারী ক্ষণ
জীবন অতি বেস্বাদ যেন
   ঘূর্ণি স্রোতে বেতাল মন।


গাছের ছায়া, ফোঁটা রদ্দুর
পুকুর ঘাটে শীতল মায়া,
মন ভেসে যায় উদাস হাওয়া
আপন সুরে গান গাওয়া।


সবুজ সেই কিশোর বেলা
মনের পর্দা  উঁকি-টুকি,
উচ্ছলতা কথার মালা
অর্থহীন সব খুনসুটি।


অভাব ছিল হাজার রকম
তবু ,জীবন ছিল রামধনু,
আজ দুপুরে ভর্তি উদর
তবু,করুণ বাঁশি বাজায় কানু।