বেকার দেবদাস
           অচিন্ত্য সরকার


        পটল চেরা চোখ
ঠোঁটের কোণে তিল,
দু’গালেতে টোল
হাসলে খিল খিল।


ডালিম রাঙা ঠোঁট
চাঁদের মত মুখ,
সরষে ফুলি ত্বক
ভরাট বুকে সুখ।


পাঁচ বছরের প্রেম
তেরোর থেকে শুরু,
মন একটু চাইছে বেশি
বুকটা দুরু দুরু।


দু’বাহুতে জড়িয়ে ধরে
বুকের উপর মুখ,
এক লহমায় লুটে নেওয়া
দিন দুনিয়ার সুখ।


মাথার উপর সমাজ
আছে  নানান ভয়,
এত দিনের ভালোবাসায়
ধরলো এবার ক্ষয়।


শুভাকাঙ্খির চেষ্টায়
ঘটক দেয় অ্যাড,
চেষ্টায় ত্রুটি নেই
দায়িত্বশীল ড্যাড।


প্রতিষ্ঠার চমক দিয়ে
নিয়ে আনেক দাম,
আইবুড়োর অহংকারে
এলেন বুড়োভাম।


চুলে ফাঁক,মাথায় টাক
চল্লিশের হাঁকডাক,
সৎপাত্র জোটাতে পেরে
বেজায় খুশি বাপ।


উড়ে এল চিল
জুড়ে নিল বিল,
চললে সেজে তিলোতমা
মনের দোরে খিল।


বেরসিক হাবভাব
অষ্টাদশির খায় না খাপ,
পতি পরম গুরু
জোর করে তাই ভাব।


বহু কষ্টে চাষ
বংশ বৃক্ষ চারা,
লজ্জাবতী লতা
সব সুষমা হারা।


গোলাপ ফুলে কীট
অলির হা-হু তাস,
আমি বেকার দেবদাস
আমি বেকার দেবদাস।