আমি সূর্যের প্রচন্ড উত্তাপে
ধিরে ধিরে জ্বলি,
তবুও কাজ করে চলি,
আর মুখে আঁকি প্রানখোলা হাসি
আমি গ্রাম বাংলার চাষী ।
আমি চারণভুমিতে বেড়াই,
আর ভালবেসে যাই যত,
গরু, ছাগল, আর মেষপাল ।
আমি পল্লি বাংলার রাখাল ।
আমি গম্ভীর সুরে গেয়ে যাই
সত্যের গান,
উঠিয়ে মম শীর ।
আমি বিপ্লবী বীর ।
আমি বাংলার মাটির সবুজ ঘাসে ফুটন্ত হাজার ফুলের সৌরভ ।
আমি মুক্ত বাংলার গৌরব ।
আমি শান্ত প্রভাতে উধয় হওয়া রক্তিম বর্ণের রবি ।
আমি সোনালী সকালের ছবি ।