আমি যখন ছোট্র ছিলাম
তুমি তখন কোলে ।
কত প্রহর কাটছে আমার
তোমায় হাতে ধুলে ।
হাট বাজারের সওদা কভু
খাইনি তোমায় বীনে ।
যাহা কিছু চাইতে তুমি
তাহাই দিতাম কিনে ।
জামা,কাপর,আলতা,চুরি
হাতে সাঁজের বালা ।
আরো দিতাম নানান সাঁজের
নিত্য নতুন মালা ।
উদাস মনে ঘুরছি কত
তোমায় একটু পেলে ।
বাবার শাসন মায়ের বারণ
বোনের মানা ফেলে ।
কত স্বপ্ন ছিলো আঁকা
তোমায় শুধু ঘিরে ।
সেই তুমি চলে গেলে
অন্য কারো নীড়ে ।
রাত আসেতো ভোর আসেনা
কেমনে আমি চলি ।
তুমিতো বেশ সুখেই আছো
আমায় দিয়ে বলি ।
তোমার কথা মনে হলে
চোখের জলে ভাসি ।
সকল ব্যথা বুকে চেপে
সবার মাঝে হাসি ।