বিভিন্ন কবির পাতায় গেলে একজায়গায় দেখা যায় 'তার লেখায় আপনার মন্তব্য' আর 'আপনার লেখায় তার মন্তব্য'। যদিও এখানে আমরা সবাই নবীস কবি, শিক্ষার্থী কবি, তবুও 'তার' বলে উল্লেখ করাটা ব্যপারটা দৃষ্টিকটু বলে মনে হয়েছে। এডমিনকে অনুরোধ করব, 'তার' শব্দটিকে পালটে "তাঁর" করবার জন্য। অর্থাৎ 'আপনার লেখায় তাঁর মন্তব্য' এবং 'তাঁর লেখায় আপনার মন্তব্য' দেখানোর জন্য।