পাইনা কোন আশার কিনারা
পড়েনা নজরে কোন চেহারা।


মৃত্যুতো দোরগোড়াতে কড়া নেড়ে যায়,
কেন ঘুমেই কেটে যায়না এই রাতেরা?


কিছু জমে যাওয়া কথায় রয়েছি নীরব
নইলে কি পারিনা ছোটাতে ফোয়ারা?


চলেগেছি সেই দুরেতে, যেখান থেকে
মেলেনা আমার নিজেরই কোন খবরেরা।


মূলঃ মীর্জা গালিব
কোয়ী উম্মীদ বর নাহি আতি
কোয়ী সুরত নজর নাহি আতি


মওত কা একদিন মুয়াইন হ্যায়
নিন্দ কিউ রাতভর নাহি আতি


হ্যায় কোয়ী আয়সি বাত যো চুপ হুঁ
ওয়র না ক্যায়া বাত কর নাহি আতি


হাম ওয়াহা হ্যায় জাঁহা সে হামকো ভি
কুছ হমারি খবর নাহি আতি।