১৭ই মার্চ, ২০১৪ 'মুখোশ সরিয়ে' পোস্ট করে আমার এ আসরে প্রথম পথ চলা। এটা প্রথমে ছিল এক sms, বিশেষ কিছু পরিস্থিতিতে পরে লেখা। অনামা এই লেখাকে বেশ ভেবেই এরকম নাম দিয়েছিলাম। এরকম আরো কিছু কবিতা(?) আসরে আছে, যা আমার জীবনের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল। এগুলি বন্ধুদের sms এ পাঠাতাম, খুব একটা গুরুত্ব পেতাম না। অনেকে এই জন্য আমার নম্বর ব্লক পর্যন্ত করেছে। নজরুলের বিদ্রোহী কবিতা খুঁজতে গিয়ে এখানকার খোঁজ পাই। আসরে প্রথম দিন থেকেই অনেকেই আমাকে আপন করেনিলেন। তারপর একে একে অনেকেই হয়ে উঠলেন আমার আত্মার আত্মীয়। তাঁদের কথা, তাঁদের সাথে হৃদ্যতার কথা বলতে একে একে তাঁদের কয়েকজনকে নিয়ে আলোচনা সভায় লিখেছি। আগামী দিনে আরো লিখবো ইনশা আল্লাহ।
এই এক বছরে জীবনে বেশ কিছু সঙ্কট এসেছে, কিছু আশাও এসেছে। আমি খোলা গলায় স্বীকার করি, ২০১৪তে আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই আসরটাই।
"যা চেয়েছি, যা পেয়েছি তুলনা তার নাই।"
আসুন সকলে ভালো থাকি।