কবি হাসান ইমতি তাঁর বহুমুখি লেখায় আসর মাতিয়ে রেখেছেন। একসময় অকুল পাথার নামেও লিখতেন। তবে তিনি বেশি নজর কেড়েছেন তাঁর আরোহী, অবরোহী জাতীয় সৌধ কবিতায়। তিনি শুধু নিজে লেখাই নয়, অন্যকবিদেরকেও লিখতে উত্সাহিত ও অনুপ্রাণিত করেছেন। এই ব্যাপারে আসরের আরেক বিশিষ্ট কবি তাঁর সৌধ ধাঁচের কবিতা নিয়ে এগিয়ে এসেছিলেন।
শুধু এই ধরনের কবিতাই নয়, আলোচনাসভাকে তিনি অনেক সময়েই বিভিন্ন বিষয় নিয়ে সমৃদ্ধ করেছেন।
মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে তিনি অভিমানী হয়েছেন, কিছুদিন আসর থেকে বিরতিও নিয়েছিলেন। এক্ষেত্রে তাঁকে এটুকুই বলতে পারি, যা কিছু রোজ ঘটে তা সব কিছুই আমাদের মনোমত হয়না। তবুও ধৈর্য ধরতে হয় মেঘ কেটে যাওয়ার। এই কথা আসরের সবার জন্যই।
সকলে ভালো থাকুন, মিলেমিশে থাকুন।