আসরের যে কজন কবিবন্ধুর সাথে আমার প্রথম থেকেই ঘনিষ্ঠতা হয়েছিল, তাঁদের মধ্যে কবি বিষ পিঁপড়ে অগ্রগণ্য। এখন বাস্তব জীবনে ব্যস্ত থাকায় তাকে এখানে অনিয়মিত দেখা যায়। তবুও আমার ভ্রাতৃপ্রতিম তাইবুল ইসলাম তুষারের কাছে আসর সমৃদ্ধ।
বরাবরই অন্যরকম লেখা আমাদেরকে সে উপহার দিয়ে এসেছে, সে বিষয়বস্তুতেই হোক, আর লেখার ধরণেই হোক। বিশেষত হাইকুকে সে একার উদ্যোগেই এখানে জনপ্রিয় করে তুলেছে। তাছাড়াও যথেষ্ট সফল পরীক্ষা নিরীক্ষা করার কৃতিত্বও আছে তার।
সবাইকেই অনুরোধ করব তার এই নতুনত্বকে ছুঁয়ে যেতে, ভরসা দিচ্ছি ঠকবেন না।
এখন সে অনেকটাই ব্যস্ত, কঠিন জীবনযুদ্ধে সংগ্রামী। এই আসরে তার আরো উপস্থিতি ও ব্যক্তিগত জীবনে তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।