কবিতা লিখতে গেলে একটা জিনিস বুঝলাম, শব্দভাণ্ডারের দখল থাকাটা খুব জরুরী। নাহলে ছন্দ ও মাত্রা ঠিক রাখতে গিয়ে খেই পাওয়া যায় না। কবিতার সৌষ্ঠব নস্ট হয়। এছাড়াও সঠিক শব্দ প্রয়োগ না করলে যা বোঝাতে চাওয়া হয়েছে তার থেকে বহুদুরে মানে চলে যায়।
তাই আসুন শব্দভাণ্ডারের ব্যাপারে সচেতন হই। একটা সহজ পথ আছে তা হল crosswords বা শব্দছক। এতে করে শব্দভাণ্ডার তো বাড়েই উপরন্তু শব্দপ্রয়োগের ব্যাপারেও অনেক দক্ষতা আসে।
এছাড়াও অনেক ভালো পথ আছে যদি কবিবন্ধুরা কেউ আলোকপাত করেন তো বাধিত হোই।