খেলার খবর নিতে গিয়ে টিভি খুলেছিলাম। খবরের চ্যানেলে একের পর এক দৃশ্য ও ভন্ডামো দেখে মনটা, নফসটা বিকট চিৎকার দিয়ে উঠল।

গণতন্ত্র আসবে বলে
রাস্তায় মানুষের ঢলে
জমজমাট অবস্থা
ভোগসর্ব্স্বদের দখলে।

ঢেলেছিল বহু টাকা
ইউরোপ আমেরিকা
সিরীয়া-লিবিয়ায়
পুরনো পথে ছকা।

এখন সেখানে হরবখত
দাবী করে খিলাফত
কন্ট্রা-তালিবানের প্রেত
নিতে চাই আজ তখত।

গাযায় দিয়েছে হানা
ইজরায়েলের বিমানছানা
কিছু ছেলেপিলেদের তাদের
খোজ নাকি নেই জানা।

তামরোদী রথে চড়ে
জনমতের চেপে ধরে
আজ সরজমীন মিশরে
পুতুল সিসি রাজ করে।

গণতন্ত্র নাকি কৃত্রিম
বলে শেখেরা আর কিম
না হলে রইবে কি করে
তাদের ক্ষমতা অপরিসীম।

থাইল্যাণ্ডে-বাংলাদেশে আজ
নাকি চলছে গণতন্ত্রের রাজ
বাজেট নামের ঠেলায়
মানুষের মাথায় বাজ।

ভারতে নরেন্দ্র মোদি
এইবার, তবে, যদি,
সুদিন আসছে ভেবে
মানুষ দিল গদি।

হতাশা-ক্ষোভের 'নার'এ
আমাকে ছেঁকে ধরে
কারো কিছু হয় নাকো
মনটাই খালি যায় পুড়ে।