ফরেন ল্যাণ্ডের
সুট বুট ব্র্যাণ্ডের
পড়ে ফেল ঝটপট
ট্রেণ্ডি লিখন নিয়ে
ঝিক্কুলেন দিয়ে
চলে যাও গটগট
এসব পোশাক
পড়তে হয়, নাহলে নাকি পিছিয়ে পড়তে হয়!

কি বলছে 'অশ্লীলতা!''বেকার'
ব্যাটা Commie কোথাকার,
প্রগতিবিরোধী যত
মৌলবাদি রাজাকার।
বলে কিনা
চট্টগ্রামে, ঝাঁসিতে
স্বাধীনতা আনিতে
নারীবাহিনী লড়ে,
দেশি পোশাক পরে।
এত হোমওয়ার্ক করে।
যত সভ্যদেশ ঘুরে
বিনিয়োগ আমদানি করি,
ওরা চায়, 'সবুজ প্রযুক্তি'
কি বিশ্রী উক্তি
যত জোটে আঁতেলের ধারি।

দেশি তাঁত মসলিন?
তার কি আর আছে দিন।
হতে গ্লোবাল হোন ভোকাল।
নিজেকে বিলিয়ে দিন।
না হলে স্ট্যাটাস
হবেই হবে হরেণ্ডাস
শুনতেই হবে,
'যত সেকেলে হতাশ"।

কবি বন্ধু শিমূল শুভ্রের লেখা প্রসঙ্গে।
http://www.bangla-kobita.com/shubro/post20140608101452/