মোর চিতে নেই কোন খেদ এই বিরানভূম পরে,
কে আর জীবনে পুর্ণ হোল এই বিশ্ব সংসারে।
শিকার হওয়া পাখি করেনা নালিশ শিকারীর প্রতি,
যা ঘটছে, যা ঘটবে, নির্ণয় করে রেখেছে নিয়তি।
সাধ, তুই খুঁজেনে বাসা অন্য কোথাও গিয়ে
আর জায়গা নেইরে তোর এই হৃদয়ে।
কাঁটা ছড়িয়ে দিয়ে মোর ছেঁড়া দিলের বাগিচায়
ফুলশাখে বসে কোন গান সে বুলবুলি গেয়ে যায়?
অশেষ জীবন চেয়ে মোটে চারদিন হাতে পাই,
দুদিন যায় প্রণয়ে, আর দুদিন কাটে প্রতীক্ষায়।
জীবন দিবস কেটেছে, আঁধার আসছে সন্ধ্যায়,
কবরের পথে চলি, যাবো চির নিদ্রায়।
হায়রে জাফর! তোর কবরে শেষ শয্যার লাগি,
দুগজ জমিন ও দেশের পেলিনা, তুই এতই অভাগী।
মূল= আবু জাফর/দ্বিতীয় বাহাদুর শাহ