বিভিন্ন কবির লেখা বিভিন্ন কবিতা ও তাকে ঘিরে ভালোলাগা নিয়ে এই 'ফিরে দেখা' সঙ্কলন। এতে যে খুব বেশি সাড়া পাই তা নয়, এবং সেটাই স্বাভাবিক। কোন কাব্য সমালোচনার মত যোগ্যতা, গভীরতা ও আন্তরিকতা আমার নেই। কবিবন্ধু বোদরুল আলম দেখিয়ে দিয়েছেন এই শব্দগুলোর মানে। তবুও আমি আমার মত করে চেষ্টা করে যাই।


ইংরেজ কবি  Wilfred Owen প্রথম বিশ্বযুদ্ধকালে লিখেছিলেন The Send Off। এই যুদ্ধেই তিনি যুদ্ধের প্রত্যক্ষ বীভত্সতা অবলোকন করেছিলেন। তিনি নিজেও আহত হন ও বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই মারা যান। আহত অবস্থায় তিনি পরিচিত হন আরেক যুদ্ধবিরোধী কবি সিগফ্রিড শাসুনের সাথে।


The Send Off কবিতায় কবি নির্মম ভাবে ফাঁস করেদিয়েছেন যুদ্ধ তথা জাতীয়তাবাদের নামে চলা ভণ্ডামি। রাজনীতিকরা নীতিহীন ভাবে যুদ্ধ বাধান তাঁদের স্বার্থের জন্য, আর যারা এই যুদ্ধ করে তারা যুদ্ধে যায় যথাসম্ভব নিরাদরে কার্যত তাচ্ছিল্যের সাথে, আর ফিরে আসে অনেক কিছু হারিয়ে সেই পথ ধরে যেপথ কার্যত তারা ভুলেই গেছে দীর্ঘদিন না দেখে।