অনেকদিন ধরেই কথা চলছিল যে কবিদের নিয়ে বাস্তবের মাটিতে একটা আড্ডা আর আসরের কবিদের কবিতা নিয়ে একটি বই প্রকাশ করার। গত ২৪ এ মে/১০ই জৈষ্ঠ স্টার কাবাব এ এক আড্ডা বসে। এবার বইএর পালা । প্রথমেই হয়তো এরকম বই বার করা সম্ভব ছিলনা, তাই প্রদীপ জ্বালাবার আগে সলতে পাকানোর মত এই প্রয়াস।
কবিদের আড্ডায় এক লেখা দিয়েছিলাম, তাতে অনেকেই জবাব দিয়েছেন, যার ফলশ্রুতিতে এই pdf/e-book সংস্করণ।
অনেকে নিজে বেছে দিয়েছেন, অনেকে আমাকেই বাছার সুযোগ দিয়েছেন।
এখানে যাঁরা কবিতা দিয়েছেন তাঁরা হলেন,
শামা ফারসি
বিষ পিঁপড়ে
এম. আশিকুর রহমান
পরিতোষ ভৌমিক
শূন্য
মো: জামান আহমেদ
কবীর হুমায়ূন
সরকার মুনীর
আলামীন সজীব
আলমগীর সরকার লিটন
জোহরা উম্মে হাসান
অহিদ উদ্দীন
আমি আফনান
এছাড়াও কবি যোগীরাজ দুঃখানন্দ একটু দেরিতে কবিতা দিয়েছেন এবং কবি সুদীপ্ত বিশ্বাস এর অনুমতি ক্রমে "হ্যাভ-নট" কবিতাটি নেওয়া হয়েছে। এই দুজনের কবিতা তুষার ভাই কে দেওয়া প্রথম সংসকরণে ছিলনা। আমার লেখা একটি কবিতাও দিয়েছিএতে।
আর আমার অপটু হাতের জন্য অনেক ভুলত্রুটি থেকে গেছে, আশা করি সবাই নিজগুণে মাফ করে দেবেন। মাননীয় এডমিনের অনুমতি ছাড়াই এটা হয়েছে আশা করি তিনি কিছু মনে করবেন না।
এই সঙ্কলনটি সংগ্রহ করতে চাইলে আমাকে Email করতে পারেন springingtigerpub@gmail.com। ভালো থাকুন, ভালো রাখুন, শুভেচ্ছা রইল নিরন্তর। আবু সঈদ আহমেদ