টায়ার পোড়ার আগুণে ঝলসে যাচ্ছে বিবেক চেতনা,
কালো কালো ধোঁয়া
উঠে আসছে দেশ নামের স্বপ্ন থেকে...
বলির পাঁঠাটা বড়ই কচি বলে
আর কিছু দেখার প্রয়োজন নেই আর।
শোরগোল তো পেয়ে গেছে,
চলছে চলুক হাহাকার।


আর্তের কান্নাই তো আজ
কারো পণ্য, কারো পাথেয়...
আর যারা হিংসায় লাভবান হয়না,
তাদের প্রাপ্তি কেবল লজ্জা ঘেন্না ভয়।


নস্ট হওয়া সতীত্বের মত ক্ষত রেখে দিয়ে
হয়ত এক পা দু পা করে ফিরে আসতে থাকে
শান্তির ললিত বাণী,
অবিশ্বাসের ভ্রুকুটিকেই সাথী করে।


প্রশ্ন করি তুমি-আমিই বা কে?
সুরক্ষিত? না ঘুঁটেপোড়া দেখে হাসতে থাকা গোবর?