দুপুরটা টিনের চালে ঠাই দাড়িয়ে
দিশি চিন্তাগুলো প্রবাসের ছোয়া খোঁজে
           কাঠবেড়ালীর লোমশ পুচ্ছে
পেয়ারাগুলি বুক ফুলিয়ে লজ্জা পায় পাতার
                                        আড়ালে৷


শ্রাবণের জায়গা দিতে আষাঢ় চলে গেল
কৃপণতার জলদাগ রেখে কলতলার শ্যাওলায়,
বিজ্ঞানী টরিসেলীর নিঁখুত নিয়ম মনে নেই
বহুকাল হলো আমি সবুজ দূর্বাদলে হাঁটিনি
                             ফিল্ডের কিনারা ধরে৷


পিকাসোর ওয়েল পেইন্ট গুলি চেয়ে থাকে
ভিঞ্চির মোনালিসার মায়াবী চোখে
সুলতানার স্বপ্ন ভাঙে আমার কবিতার খাতা
অনর্থক অর্থ গৌরব বিশাল প্রাসাদে
বিদগ্ধ সৌখীন কল্পনাগুলো চুরমার করে
                                 অনিচ্ছার মোহে৷


এভারেস্ট ডিঙিয়ে যাওয়ার অস্থির বাসনার
পেট চিরে দেখা হয়নি
দীনদান চলে টিনের ছাবড়ায় ভাঙা উচ্ছাসে
তানপুরার তার কাটেনি,শুধু সূর ওঠেনা বাজনায়
                            সুলতানার প্রবল স্বপ্ন ঘিরে৷


৫-৮-২০১৬