আমরা নিদ্রা ভেঙে উঠি রোজ রমাদ্বানের রাতে
মুসলিম সমাজ ডেকে যায় একে অন্যের তরে,
সাহরী রাত মানায় দেখো মুসলিম ঘরে ঘরে;
বরকতে পূর্ণ অল্প আহার সাহরীর কল্যাণ,
সুন্নাতে রসূল পালন করে আনন্দে ভরে প্রাণ;
সতেজ বদন রাখতে ধরে আপন দেহময়,
খাও গো মোমেন সাহরী, যদি এক দানাও হয়;
সাহরী খায় ইমানদার,কেউ রুটি কেউ ভাতে ৷


অনাহারে রাখলে রোজা হয়না কোন লোকসান
মুস্তাহাব এ রমাদ্বানে, অধিক পুণ্য প্রত্যাশায়,
সাহরী যে এক অলঙ্কার বাড়ায় রোজার শান
সুযোগের এ সদ্ব্যবহার সওয়াব করে আয় ৷
ভোরের সাহরী ভরে আছে কতই না বরকত,
রমাদ্বানের সাহরী খোদার বিশেষ রহমত ৷