রক্তের ছোয়া তোমার তুলিতে
     পথিকের পথ্যের মোড়ক
দ্রাক্ষারসের অনুপাত
ড্রীমলাইটে মিলিয়ে খুলে দেয়
পান্থশালার জানালা৷
রুদ্র প্রতিমা হারায় ক্রোধ বহ্নি
আস্ত হৃদয়ে বিমর্ষ  মাদকতা
ভরে পীত বেনারসির আঁচল;
     সবটায় ভণিতা ভাবনার আকাশে
সন্ধ্যার কিছু আগে জ্বলে ওঠে
সান্ধ্য প্রদীপের শিখা
আবছায়া আলোর রেখায়
খুঁজে পাই তোমার
এঁটো হৃদয়ের রক্তিম অবকাশ ৷


(কবিতাটি দৈনিক কলমের সাহিত্য পাতায় প্রকাশিত)