পহেলা বৈশাখ হুড়মুড়িয়ে পড়ল
আমার গায়ের উপর,
সস্তা ইচ্ছাগুলো দেদার বিকোচ্ছে রূপচ্ছটায়৷
এগারো-বাইশের ইনাম চৌদ্দশত তেইশে
আরো কত রক্তরসা কাহানি তেইশের৷


অ্যাস্ট্রনমির লজ্জা ঢেকে ওরা কাল
মোরা আজ;
সওয়ালের চাঁদকে যদি কেউ উপমা দেন,
তাহলে জ্যোতির্বিদ্যার অপমান৷


বিভাজিত মিলন মন্দ হয়না
ষোলআনা বৈশাখী রঙে প্রাণ খোঁজে বাঙালি
শুভেচ্ছার শাব্দিক তীব্রতা, শৈল্পিক আলপনা
চোখ বেয়ে প্রবেশ করে অনুভূতির সরোবরে৷


বিগত বাঁধভাঙা কান্না, অপ্রাপ্তির বেদনার
কৃত্রিম পর্দা বর্ষবরণের প্রস্তুতি;
তেইশ মেরে তেইশ পশ্চাৎগামী
ভুলে থাকার বিদগ্ধ বাসনা বৈশাখী দেহে৷


থাক, এসব ধূসর ভাবনা বিলাস
কারণ আমি ভিজে গেছি মন ভেজানো
চব্বিশের বর্ষবরণে৷


১৫/৪/২০১৭
কুলগাছি