যার খোজে বেরিয়ে এ ছোট্ট ঘর বেধেছিলাম,
পাইনি তাকে
অগনিত অচেনা মুখ উঁকি দেয়
মোর কুঁড়ে ঘরে,
দয়া করে, শ্রদ্ধাভরে, কৌতুক করে
কেউ বা আসে একটু বিনোদনের
পাত কুড়াতে৷


আমি শুধু চোখ কচলিয়ে
দরজার খিল দিই,
বন্ধ করি জানালা
গভীর অন্ধকারের নেশায়৷