বর্ণালী আভা আছে পৃথিবীর শরীর জুড়ে দেশে দেশে,
বিদেশ বিভূঁইয়ে
সাহারার মরু ছুঁঁয়ে, অামাজনের গভীর অরণ্যে
পিরামিডের চৌকিদার, স্ফিংসের তীক্ষ্ণ দৃষ্টি ঘিরে
মরুজাহাজে অ্যারাবিয়ান মুসাফিরের কাফেলায়
মৃত সাগরের তটে৷


ল্যান্ড দ্বীপের সাগর সৈকতে মন ভেজে পর্যটকের
নিউজিল্যান্ডের স্বাস্থ্যবতী গাভীর দুগ্ধে
ফজরে ঢাকা শহর আজানের সুর প্লাবনে
ইতালির ভ্যাটিক্যান, প্রাচীন রোমান স্থাপত্যে
কাশ্মীরি টিউলিপ, ভূস্বর্গের বরফ স্নিগ্ধতায়
সবই নন্দিত নব্য-নবায়নের নস্টালজিয়া৷


কত রঙ দূর্বা ঘাসের সজীবতায়
বাংলার মেঠো আলপথে, রবি-খারিফে ভরা মাঠ
সমভূমির উর্বরতা,
বাবুইয়ের শিল্প, মুনিয়ার গান, অশ্বত্থের ছায়া
লেবু চায়ের লিকার, বস্তি জননীর মায়া,
সবই দুনিয়ার বর্ণালী আভা৷


তবুও আমি পাইনি সঙ্গ মনবিতানে
বাজে না অন্তর বীণায়, ওঠেনাকো সুর
যেন একা একা চলেছে সকলে সদলেও যেন একা,
দিক্ দিগন্তে নীরব অনৈক্যের ডাক,
প্রভাতী সমীরণ, নিশা আকাশ ভরে নক্ষত্ররাজী
সব আপনার মতো নিজপথে,
জ্যোৎস্নার বানভাসি নির্মল আলোয়
ছাদের কার্নিশে দাঁড়িয়ে চোখ মেলে চেয়ে দেখি
নিঃসঙ্গতায় ভরা পৃথিবীর সব বর্ণালী আভা৷


প্রাণ ভরে দেখতে থাকি একা একা
এ আদিগন্ত নিঃসঙ্গ৷