জোনাকীর আলো দেখি আঁধারে
কী আনন্দ লাগে মনে আহারে।
আল্লাহু আকবার বলে বলে
শোকরিয়া আদায় করি সকলে।
মনের মাঝে সুর তোলে সজোরে (ঐ)


পাহাড়ের কান্নায় ঝরে ঝর্না
এত ঝরে পানি তবু হয়নাকো বন্যা
কি মধূর সৃষ্টি তোমার
তোমার করুনা সত্যি অপার।
আমি তাহাতে ভেসে যাই খুশির জোয়ারে(ঐ)


বিশাল নদী ও সমুদ্রের ফেনা রাশী
ঢেউ তুলে ঊর্মী শান্ত ও গ্রাসী
সেখানের সম্পদ থেকে এনিয়ে
আমাদের জীবন দিয়েছ গড়িয়ে।
সুখের জন্য দিয়েছ মাঠ ভরা ফসল
বালক বালিকা খোঁজে ফেরে মায়ের আঁচল
তুমি বাঁচাচ্ছ করুনা দিয়ে প্রত্যহ আমাদেরে।


জোনাকীর আলো দেখি আঁধারে
কী আনন্দ লাগে মনে আহারে
আল্লাহু আকবার বলে বলে
শোকরিয়া আদায় করি সকলে
মনের মাঝে সুর তোলে সজোরে।।


২২/৬/২০১৭ রাত ২:১৪