সকালের সোনা রঙ
দুপুরের রোদ্দুর
বিকেলের আবিরের নাও
সন্ধ্যায় ছড়ানো বেলোয়াড়ী ঝাড়
রাতের আঁধারে জ্বলে তারাহীন জোনাকীর আলো
সোবেহ সাদেকে আনে বিবর্ন সঙ্গীত
ক্লান্তি আর ক্লান্ততা হয়না শেষ
আবার ফেরে ফেরে আসে ঐ সময়
কেউ নেয় আপনার সৌন্দর্য্য
কিছু দিনের জন্য
কেউ সারা জীবনের জন্য আপনাকে তাঁহাতে হয় বিলিন
বিজয়ী কে হয় কে হারে জানিনাতো
তবে জ্ঞানার্জনে ব্যার্থ হলেই চলবেনা
সকল পথই কথা কইবে
লুকোতে পারবেনা কেউ কোন দিন
২৫/৪/২০১৭