অজস্র রক্তের প্লাবনে
মনের প্রজাদের হৃদয়ে ক্ষোভ নিয়ে আনে।
বিহবল নির্বাক চোখেরা ঠাঁই দাঁড়িয়ে
অনুশোচনায় রক্ত জল কপোল বেয়ে পড়ে আর
সুন্দরের মূর্ছনা যায় ক্ষয়ে ক্ষয়ে।
অসহায় হাত আপনাকে চাপড়ায়,
কী পেলো কী যে হারালো হায়!
গুলবাগিচার স্নিগ্ধ সুবাস
নিয়ে যায় বৈরী বাতাস।
কি যেন কি হারায় মনে,
ভাবনাটা আসে ক্ষণে ক্ষণে।
নির্ঘুম রাতে মেঘের বেলা ধায় দেখি
লজ্জায় মাথা হেট হয় তবে নিজকে গুছিয়ে রাখি।
একাকীত্বের প্রহারে প্রহারে জীবন টা ধেয়ে চলে,
জানিনাত তাই আষাঢ় শ্রাবন কাকে বলে।
সুগন্ধি খোঁজতে গিয়ে বার বার,
কেন যেন হোঁচট খেতে হয় আরবার।
নিরবতায় আত্মসমালোচনায় পাই,
আমাদের কারণেই হচ্ছে আমাদের বাড়া ভাতে ছাঁই।
২৬/৪/২০১৭