এমন কেন ঘটে?
মাঝে মাঝে নিজেকে আমি
খুঁজে পাইনা মোটে।


এথায় খুঁজি ওথায় খুজি
কোথাও আমি নাই,
অবশেষে অচিন দেশে
আমায় খুঁজে পাই।


সেথায় সবই মহা সুন্দর
অতি জ্যোতির্ময়,
নহে কেহ বেজার সেথায়
খুশী সব সময়।


সূর্যে থাকে পূর্ন হাসি
চন্দ্রে পূর্নিমা,
তারকাদের বসে মেলা
খুশির নাই সীমা।


সমুদ্রতে বিশাল ঢেউ
আওয়াজ কিন্তু নাই,
এত স্বচ্ছ পানি সেথায়
পাতাল দেখতে পাই।


ছোট বড় সকল মাছ
বড়ই খেয়ালী,
কেউ কাউকে খায়না গিলে
চলে মিতালী।


দুঃখ দেওয়া জানেনা কেউ
ঐ অচিনপুরে,
সকল প্রানী আটকে আছে
ভালোবাসার ঘোরে।


মিথ্যা বলবে এমন লোক
দেখতে যদি চাই,
সারা দেশেও তেমন একজন
খুঁজে নাহি পাই।


জালিয়াতি, ছল-চাতুরী
মিথ্যা-ভন্ডামী,
শব্দগুলাই জানেনা কেউ
অবাক হলাম আমি।


আনন্দ আর মঙ্গল সদা
না-চাইতে মিলে,
সত্যের আলোজ্বলে নিত্য
সকলের দিলে।


সত্য-শুভ-জ্ঞানের আলোয়
ভরবে মায়ের ভূমি,
অচিন গাঁয়ে আর কখনো
হারাবোনা আমি।