কথার অনেক মূল্য আছে
গুনীজনে কয়,
সবাইতো বলে কথা
মূল্য কারা পায়?


বললেই নাকি হয়না কথা
হয় শুধু বাচালতা,
কথার মূল্য যায় হারিয়ে
বললে কথা যথা তথা।


অমূল্য সব কথা মালার
জ্ঞানী গুনী জন,
তাদের কথা মনে রাখে
সদা সর্বজন।


কথা দিয়ে অসাধ্যটা
সাধন করা যায়,
যাদুকরি কথা দিয়ে
দেশ গঠন হয়।


কথা দিয়ে যুদ্ধ বাধায়
কথায় করে মীমাংসা,
মিষ্টি কথায় বন্ধু বানায়
তিক্ত কথায় হয় হিংসা।


কথার মত কথা হলে
তাতে লোকের মান বাড়ায়,
চুপ থাকা অনেক ভালো
কথায় যদি মান হারায়।


কারো মনে আঘাত দেওয়ার
কথা বলা উচিৎ নয়,
ভাবতে হবে লাগবে কেমন
অন্যে যদি আমায় কয়।


মানব জাতি হলো সেরা
কথার কারনে,
কথা যেন দেয়না ব্যথা
কারো মনে।


কথা দিয়েই হয় সাহিত্য
নাটক কবিতা,
অমরজনদের করি স্বরন
দিয়ে তাদের কথা।


এমন অনেক কথা আছে
কভু হারায় না,
সে সব কথা আমার হোক
মনেরই বাসনা।