এমন কাজটা করলাম আমি
কেমন করে?
জীবনটাকে কাটিয়ে দিলাম
অঘোর ঘোরে।


এথা নহে – ওথা নহে
হয়ত! অন্যখানে,
মনটা আমার স্থির হলোনা
সারা জীবনে।


একেক সময় আমার এমন
ধরে একেক সাজ,
এমন মনকে শাসন করা
বড়ই  কঠিন কাজ।


এমন একটা বে-আড়া মন
বশে রাখা দায়,
দেশ থেকে দেশান্তরে
তাড়িয়ে নিয়ে যায়।


অচিন দেশের অজানা ধন
পেতে সদা চায়,
পাবে বলে তালাশ করে
খুঁজে নাহি পায়।


ক্ষনে ক্ষনে কত কথা
শুনেছিলাম কানে,
কোন কথাই গাঁথলনা তো
আমার এ মনে।


লক্ষতারা দেখতে পেতাম
দূর বহুদূর,
মনে তখন উঠত বেজে
অচিন গানের সুর।


গাছের পাতায় বাতাস যখন
দিয়ে যেত নাড়া,
বাঁধা পড়া মনটা আমার
পেতে চাইতো ছাড়া।


বাঁধ ভাঙ্গা হাঁসি দিয়ে
পূর্নিমার ঐ চাঁদটা,
অগোচরে কেড়ে নিতো
আমার অবুজ মনটা।


ভোরের সূর্য সদা আমার
জাগিয়ে দিয়ে প্রান,
বলতো মোরে গাইতে থাক
জাগরনের গান।


ঘোরে থাকার, খোঁজা খুঁজি
হবে সমাধান,
অমূল্য সে ধনটা এবার
পাবে আমার মন।