কে, কিভাবে?


মহাশুন্যে কে পেতেছে
মাটির বিছানা?
মানব কখন ধরায় এল
কার আছে জানা?


এত মাটি কোথায় পেল
গড়লো মহাদেশ?
অথৈ জলের মহাসাগর
নাইকো যেন শেষ।


হিমালয়ের মাথা এত
উঁচু করলো কে?
পাথরগুলি এত শক্ত
হলো কিভাবে?


কারা জড়ো করল এত
বালি মরুতে?
কে জমাল এত বরফ
দুই মেরুতে?


কোথা থেকে এত লবন
মিশলো সাগর জলে?
কে ঢুকাল বিশাল তিমি
মহাসাগর তলে?


কে সাজালো গাছ পালা
এত সৌখিন সাজে
বিনয়ভাবে দাঁড়িয়ে আছে
প্রানীকুলের কাজে।


ধাক্কাদিয়া মেঘের ভেলায়
বৃষ্টি আনে কে?
সৃষ্টিকুলে ছড়ায় পানি
খুশি সকলে।


এসব কথার জবাব কিছু
আমার জানা নাই,
খুজতে থাকি কোন জবাব
কোথাও যদি পাই।