আদর করে মানব তোমায়
নাম দিয়াছে "আলো"
তোমার আসল নামটা এবার
বলে ফেলা ভালো।


কে তোমাকে ধাওয়া করে
কত দূর হতে?
কে তোমাকে বলে আসতে
মাটির পৃথিবীতে?


সকল চোখে আলো দিয়ে
করো আলোকময়
আলো আর চোখে মিলে
দুনিয়া সচল হয়।


সকল কিছু আড়াল হয়
অন্ধকারের নীচে
প্রানীকুলের বন্ধু তুমি
সবাই ভালবাসে।


মোহনীয় রুপটি তোমার
কোথা থেকে পেলে?
যে তোমায় করলো সুন্দর
তার দেখা কি মেলে?


আলো তুমি অতি সুন্দর
মহা গতিময়,
পাড়ি দিতে মহাশূন্য
লাগেনা সময়।


এত দ্রুত চলতে গিয়ে
ক্লান্ত যখন হও,
সীমাহীন এই শূন্যপুরীর
কোথায় বিশ্রাম নাও?


কত বড় ভাগ্য তোমার
ভেবে দেখনা,
অচিনপুরা ঘুরতে তোমার
নাই কোন মানা।


তোমায় একটা কথা বলি
রাখতে তোমায় হবে
মানব মনের সকল আঁধার
দূর করে দিবে।


এই দেশের এই সমাজের
সকল অন্ধকার,
দূর করে দাও চিরতরে
অনুরোধ আমার।


সব মানবের মন যখন
আলোকিত হবে
হিংসা বিদ্বেষ রইবেনা আর
সবাই সুখে রবে।