মানুষ চেনা  নয়তো সহজ,
মায়াজালের ভুবনে,
কাছের মানুষও দূরে থাকে
স্বার্থ দেখলে জীবনে।

পুত্রের স্বরূপ  বিয়ের পরে,
কন্যার স্বরূপ যৌবনে,
স্বামীর স্বরূপ  অসুস্থতায়
প্রমান মিলাই গোপনে।

স্ত্রীর পরিচয়   দারিদ্রতায়,
আদর সোহাগ বিফলে,
আপদ কালে  বন্ধু-বান্ধব
ভাই শনাক্ত  কোন্দলে ।

আপন সন্তান   বৃদ্ধকালে
মিটাতে চায় জন্ম দায়,
কেউবা দেখি   যতন করে
বৃদ্ধাশ্রমে রেখে যায়।

শিষ্য মাঝে গুরুর ছায়া
চলন হলে সবিনয়,
শাখা পল্লব অধিক হলেও
ফলেই বৃক্ষের পরিচয়।
____________________

বহুল প্রচলিত কিছু প্রবাদের কাব্যরূপ